উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৪ – Final HS Philosophy Suggestion 2024

Table of Contents

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৪ – Final HS Philosophy Suggestion 2024

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৪ - Final HS Philosophy Suggestion 2024
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৪ – Final HS Philosophy Suggestion 2024

দ্বিতীয় অধ্যায় * বচন

  • ১) বচন বলতে কী বোঝো ? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো।
  • ২) উদাহরণসহ বাক্য ও বচনের পার্থক্য ব্যাখ্যা করোঃ
  • ৩) গুণ ও পরিমাণ অণুযয়ী নিরপেক্ষ বচনগুলির শ্রেণীবিভাগ করো। অ,ঊ,ও,ঙ-বচনগুলির কোন কোন্ পদ ব্যাপ্য তা আলোচনা করো।
  • ৪) নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কিিবদ্যাসম্মত বচনে রূপান্তর করে পদের ব্যাপ্যতা নির্ণয় করো।(অনুশীলন করতে হবে)

অমাধ্যম অণুমান – চতুর্থ অধ্যায়

  • ১) বিবর্তন কাকে বলে? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।
  • ২) অমাধ্যম অণুমান কাকে বলে? উদাহরণসহ মাধ্যম ও অমাধ্যম অণুমানের পার্থক্য ব্যাখ্যা করো।
  • ৩। ‘ঙ’ বচনের আবর্তন কেন সম্ভব নয় ? উদাহরণসহ ব্যাখা করো।
  • ৪। ‘অ’ বচনের সরল আবর্তন কী সম্ভব ? আলোচনা করো।
  • ৫। আবর্তনের বিবর্তন / বিবর্তনের আবর্তন(অনুশীলন করতে হবে)

নিরপেক্ষ ন্যায়- পঞ্চম অধ্যায়

উদাহরণ সহ ব্যাখ্যা করো-

ক) অবৈধ পক্ষদোষ খ) অবৈধ সাধ্য দোষ। গ) উভয় আশ্রয়বাক্য নঞর্থক জনিত দোষ ঘ) চারিপদ ঘটিত দোষ ঙ)নিরপেক্ষ ন্যায়ের সংস্তান চ)নিরপেক্ষ ন্যায়ের মুর্তি । ছ) নিরপেক্ষ ন্যায় । জ) নিরপেক্ষ ন্যায়ে সাধ্য, পক্ষ ও হেতুপদের কাজ।

অথবা- বৈধতা বিচার করো (অনুশীলন করতে হবে)

আরোহ অনুমান- মিলের পরীক্ষণমূলক পদ্ধতি

১) মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা কর
(সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ২টি, অসুবিধা ২টি।

২) থাইরয়েড গ্রন্থি ছেদনের ফলে বুদ্ধি ক্ষীন হল। সুতরাং থাইর য়ড গ্রন্থি বুদ্ধির কারণ। ওপরের দৃষ্টান্তে মিলের কোন্ পদ্ধতি অণুসরণ করা হয়েছে ? পদ্ধতিটি ব্যাখ্যা করো

(চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা ২টি, অসুবিধা ২টি)। অথবা – মিলের ব্যাতিরেকী পদ্ধতি আলোচনা কর (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ২টি, অসুবিধা ২টি।

আরোহমূলক দোষ

বিচার করো এবং দোষ থাকলে উলে­খ করো (অনুশীলন করতে হবে)

অথবা- সংক্ষিপ্ত টীকা লেখোঃ

১) অবৈধ সামান্যীকরণ দোষ। ২) কাকতালীয় দোষ। ৩) একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। ৪) কারণের একটি শর্তকে সমগ্র কারণ বলে গন্য করার দোষ