কে বাঁচায় কে বাঁচে : পাঠ্য ‘কে বাঁচায়, কে বাঁচে’ নামক গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি। এটি প্রথম সারদা কুমার দাস সম্পাদিত ‘ভৈরব’ পত্রিকায় ১৯৪৩ খ্রিস্টাব্দের শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে পরিমল গোস্বামী সম্পাদিত ‘মহামন্বন্তর’ নামক গল্পসংকলনে এই গল্পটি সংকলিত হয়। এ ছাড়া ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প’ শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছে। নিম্নলিখিত এই গল্পটি থেকে কম বেশি কুড়িটি MCQ কোশ্চেন দেওয়া হলো –
1➤ মৃত্যুঞ্জয় সাধারণত অফিস যাতায়াত রে-
ⓑ ট্রামে চেপে
ⓒ পায়ে হেঁটে
ⓓ ট্যা্সি তে
2➤ বাড়িটাও তার শহরের’-মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের-
ⓑ শহরতলিতে
ⓒ ঘনবসতিপূর্ণ কেন্দ্রস্থলে
ⓓ নিরিবিলি অঞ্চলে
3➤ তার বাজার ও কেনাকাটা করে’-কে কে?
ⓑ মৃতুঞ্জয় ও তাঁর স্ত্রী
ⓒ মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই ও চাকর
ⓓ মৃত্যুঞ্জয় ও নিখিল
4➤ কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।’-কারণ-
ⓑ ভাই আর চাকরের বেহাল অবস্থা দেখে
ⓒ জীবনে প্রথমবার একজনকে অনাহারে মরতে দেখে
ⓓ অফিসে প্রবল কাজের চাপে
5➤ আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখেছিল?
ⓑ অনাহারে মৃত্যু
ⓒ বস্তিবাসীর মৃত্যু
ⓓ পাগলের মৃত্যু
6➤ ‘মৃতুঞ্জয় জলপান করেছিল’-
ⓑ কাচের গ্লাসে
ⓒ স্টিলের গ্লাসে
ⓓ কাঁসার গ্লাসে
7➤ ‘মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের …’
ⓑ ঘুম পায়
ⓒ রাগ হয়
ⓓ শরীরে তার প্রতিক্রিয়া হয়
8➤ মৃত্যুঞ্জয় দুপুরে কী কী খেয়ে আপিসে এসেছিল?
ⓑ ভাত, ডাল, ভাজা, তরকারি, মাংস, দই
ⓒ ভাত, ডাল, ভাজা, ডিমের তরকারি, মাছ, দই
ⓓ ভাত, ডাল, ভাজা, মাছ, দই
9➤ নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও, মৃত্যুঞ্জয়ের মাইনে পঞ্চাশ টাকা বেশি হওয়ার কারণ-
ⓑ সে কাজেকর্মে দক্ষ
ⓒ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে
ⓓ সে কর্তৃপক্ষের পছন্দের পাত্র
10➤ মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন-
ⓑ সাত বছরের
ⓒ ছ-বছরের
ⓓ ন-বছরের
11➤ নিখিলের কীসে মন নেই?
ⓑ খেলায়
ⓒ সংসারে
ⓓ অফিসে
12➤ নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু…
ⓑ সাহসী প্রকৃতির লোক
ⓒ ভীরু প্রকৃতির লোক
ⓓ চালাক প্রকৃতির লোক
13➤ – নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায়?
ⓑ সংসারধর্ম পালন করে
ⓒ সামাজিক কাজকর্ম করে
ⓓ অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করে
14➤ নিখিল কয় সন্তানের পিতা?
ⓑ একটি
ⓒ চারটি
ⓓ তিনটি
15➤ মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে।’- কারণ-
ⓑ মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা-তাপস
ⓒ মৃত্যুঞ্জয় সরল ও সৎ
ⓓ মৃত্যুঞ্জয় পরোপকারী
16➤ ‘মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল – নিখিল অনুমান করেছিল যে-
ⓑ মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিস্থিতি শোচনীয়
ⓒ বড়ো একটা সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে
ⓓ তার ওপর মৃত্যুঞ্জয়ের অভিমান হয়েছে
17➤ ‘সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে’- এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে-
ⓑ রাগী জ্ঞানশূন্য উদ্ভ্রান্ত মানুষের সঙ্গে
ⓒ অসুস্থ রুগির সঙ্গে
ⓓ শার্শিতে আটকানো মৌমাছির সঙ্গে
18➤ ‘মরে গেল! না খেয়ে মরে গেল!’-বক্তা কে?
ⓑ টুনুর মা
ⓒ মৃত্যুঞ্জয়
ⓓ অনাহারপীড়িত মানুষ
19➤ মৃত্যুঞ্জয়ের এই আর্তনাদের কারণ-
ⓑ অনাহারে একজনকে মরে যেতে দেখে সে ভয় পেয়েছে
ⓒ অনাহারে মৃত মানুষটিকে সে স্বপ্নে দেখেছে
ⓓ অনাহারে মৃত মানুষটি ছিল তার অত্যন্ত পরিচিত
20➤ নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হল-
ⓑ অবসাদ
ⓒ আনন্দ
ⓓ দরদ